সজিবুর রহমান গুরুদাসপুর নাটোর প্রতিনিধিঃ
ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো নাটোরের গুরুদাসপুরে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চলন বিলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি, সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হাসান মাহমুদ এমপি তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম রমজান, সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ এডভোকেট আনিসুর রহমান, সভাপতি গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ। এবং সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা মেয়র গুরুদাসপুর পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাক্তার রোকেয়া সুলতানা, জনাব মোঃ জুনায়েদ আহমেদ পলক জনাব নুরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার হাসান মাহমুদ এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। এটি জামাত বিএনপির মত দেশে অরাজকতা সৃষ্টি করে না। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করেছেন। তিনি আরো বলেন এখন আর মানুষকে খালি পায়ে ঘুরতে দেখা যায় না, দু’মুঠো ভাতের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয় না। এবং বাংলাদেশ বর্তমান ডিজিটাল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি তার বক্তব্যে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এবং অনুষ্ঠানের শেষে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিতে, সভাপতি হিসেবে ঘোষণা করা হয় জনাব মোঃ এডভোকেট আনিসুর রহমান কে এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব মোঃ আব্দুল মতিন মাস্টারের নাম ঘোষণা করা হয়।
মন্তব্য