মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আত্রাই উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তেমরা পরীক্ষায় কালো এবং সবুজ রংয়ের কলম ব্যবহার করবে। কেনোনা পরীক্ষার খাতা সুন্দর এবং প্রশ্নের উত্তরের বিশেষ অংশে স্যারের দৃষ্টি আকর্ষণ ও সন্তুষ্টিতে সবুজ রঙের কলমের প্রয়োগ করতে হয়।
সেইসাথে তাদের সমসয়ের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ্ব দেন। কেনোনা সময়ের প্রতি সচেতন না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবেনা। একইসাথে পরীক্ষায় কোন অবস্থাতেই অসদ উপায় অবলম্বন না করতে শিক্ষার্থীদের সতর্ক করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।
অন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক প্রনব কুমার ঘোষ, একেএম আশাদুজ্জামান,মোহাম্মদ জাহেদুর রহমান, সুমনা শারমিন, এসএম সারোয়ার জাহান, দশম শ্রেণির ছাত্র আল আমিন, চৈতি খাতুন, আব্দুর রহমান, বিদায়ি ছাত্র মাহাতির মুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তপন কুমার সরকার।
মন্তব্য