স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম :
মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজারের মোঃ মোকছেদ আলী সরকারের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়মের অভিযোগ।
দলনেতা, দলনেত্রী হয়রানি, ভুয়া কাগজে ঋণ প্রদান, নানা তালবাহানা করেন এবং বলেন আপনারা ঋণ পাওয়ার যোগ্য নন এটা আপনাদের ব্যাংক না। নাম প্রকাশে অনিচ্ছুক দলনেতা দলনেত্রী জানান, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সোলায়মান হোসেনের যোগসাজসে সাধারণ জনগণকে ব্যাংকের শেয়ার কাগজের মাধ্যমে ঋণ প্রদান করে থাকেন, অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপক।
প্রতিকার না পেয়ে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন। উলিপুর,উপজেলা ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, পৌরদলনেতা/দলনেত্রী এবং ইউনিয়ন আনসার প্লাটুন কর্মান্ডার/ প্লাটুন কমান্ডার মোঃ আল কামাল আব্দুল ওয়াহাব।
অভিযোগে উল্লেখ করে বলেন, অত্র উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোকছেদ আলী সরকার অত্র শাখার ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি সাধারণ জনগণকে ডেকে এনে ঋণ প্রদান করেন এবং আমরা ভিডিপি দলনেতা/দলনেত্রী ও কমান্ডারগণ উক্ত শাখায় ঋণ চাইতে গেলে আমাদের নানা তালবাহানা করেন এবং বলেন আপনারা ঋণ পাওয়ার যোগ্য নন এটা আপনাদের ব্যাংক না। আরও বলেন ঋণ নিতে গেলে ৩০০০ থেকে ৫০০০ হাজার টাকা কমিশন দিতে হবে।
আমাদের সদস্যের মাঝে মধ্যে অপমানিত করে ব্যাংক হতে বের করে দেয় ও বলে এটা কি তোমাদের বাবার ব্যাংক। তাই মোঃ মোকছেদ আলী সরকার ব্যবস্থাপকের কথা ও ব্যবহারে আমরাসহ আরও অন্যান্য সদস্য/সদস্যাগণ অসন্তুষ্ট। উনার ভাষ্য আমি আমার মত ব্যাংক চালাবো তাহাতে আপনাদের কি! আরও বলে আমি যাদের কাছে টাকা পাবো তাদের ঋণ দিব। আমার বাড়ী পীরগঞ্জ,আমি কাউকে ভয় করিনা। তার আচরণ বিধি আওয়ামীপন্থী।
বিষয়টি আমরা রংপুর আর, এম স্যার কে অবগত করার পরও কোনো প্রকার সঠিক সুরহা পায়নি।
আল কামাল আব্দুল ওয়াহাব সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক আনসার সদস্য ওই ম্যানেজারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন।বলেন টাকার বিনিময়ে ঋণ দেয়ার সঙ্গেও ম্যানেজার জড়িত বলে জানান তারা। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক আনসার সদস্য বলেন মোখিক অভিযোগ দিয়ে কোন সুরহা পাইনি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি,
তাই উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আবেদন থাকবে উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে, সঠিকভাবে তদন্তপূর্বক বিষয়গুলো পর্যালোচনা করবেন।
যাহাতে আমাদের বাহিনীর ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়।সে বিষয়ে দৃষ্টি দিয়ে মোঃ মোকছেদ আলী সরকার ব্যবস্থাপকের এই শাখা হইতে বদলীসহ ব্যাংক পরিচালনা করার জন একজন সৎ ও যোগ্য ব্যবস্থাপক দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোকছেদ আলী সরকার বলেন আমার বিষয় আনিত অভিযোগ ভিত্তিহীন।
কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন,আমি নতুন এসেছি এখানে। তারপরও অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
মন্তব্য