রাশিদা খাতুন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যযাপনেপন উপলক্ষ্যে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা মেলা-২০২৩’ এর উদ্বোধন হয়েছে ২ মে মঙ্গলবার। এদিনে ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় রবীন্দ্র চর্চা’ শির্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের মূল ক্যাম্পাসে জাতীয় সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: শহীদুর রহমানের সভাপতিত্বে ফিতা কেটে ও বেলুন উডিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাজাহান আলী। সমকালীন প্রাসঙ্গিকতার গুরুত্ব বিবেচনায় রবীন্দ্র চর্চার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় সেখানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ছাড়াও বক্তব্য রাখেন- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. আ ন ম রেজাউল করীম প্রমুখ।
০২ মে মঙ্গলবার থেকে শুরু হয়ে ১১ মে, বৃহষ্পতিবার পর্যন্ত ১০ দিনের আয়োজনে জাতীয় জীবনের নানা গুরুত্বপূনর্ ইস্যু ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়। একই ভাবে আগামী ০৪ মে “চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
জাতীয় সেমিনারে প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিক মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন আটর্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এটি এম এম নুরুল মোদাশ্বের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী, ঝিনাইদহ কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. নওশের আলম, ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব স্বপন ধর, লেখক ও গবেষক জনাব তারিফ হোসেন।
দুপুর ২ টায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী, মূখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। সভাপতিত্ব করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শহীদুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারত থেকে আগত লেখক ও গবেষক জনাব ইন্দ্রনাী চট্টোপাধ্যায়, কবি ও আবৃত্তি শিল্পী আলম আরা জূঁই, ভারতের নদীয়া থেকে আগত জনাব মিনা সাহা ও জনাব স্বপন মৈত্র, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, রবীন্দ্র মমৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক ও গবেষক ইমাম মেহেদী, কবি ও সাংবাদিক মামুন রশিদ, কবি গবেষক আলীনূর ইসলাম (বঙ্গ রাখাল), পরিবেশবিদ ও লেখক গবেষক গৌতম কুমার রায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউটস সম্পাদক আব্দুল গাফফার মিঠু।
এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যেক্তা ও বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান, জুলফিকার আলী, মোস্তাফিজুর রহমান বাবলা, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ, কৃষি বিভাগের প্রধান জাহিদুল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. ইমদাদুল হক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ
মন্তব্য