গজীপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৩২), পিতা: আনোয়ার হোসেন—দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকার পর এবার গাজীপুরের কাশিমপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় হিরোইন সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ পোটলা হিরোইন।
ঘটনাস্থলে উপস্থিত বাসার মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা তাকে আটক করে স্থানীয় কাশিমপুর মেট্রো থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ইসলাম স্বীকার করেছেন, তিনি এক ব্যক্তি শামীমের কাছ থেকে হিরোইন সংগ্রহ করতেন এবং অর্থ প্রদান করতেন। পুলিশ এখন শামীমকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান শুরু করেছে।
কাশিমপুর মেট্রো থানার এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। স্থানীয়রা যেভাবে আমাদের সহায়তা করছে, তা সত্যিই প্রশংসনীয়। এভাবে এগিয়ে এলে সমাজ থেকে মাদক নির্মূল সহজ হবে। যারা এই চক্রে জড়িত—তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, “দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাদকের ভয়াবহ প্রভাব চলছে। আমরা পুলিশ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং চাই, এ অভিযান যেন থেমে না যায়।”
স্থানীয়দের এমন ভূমিকা এবং পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী আশাবাদী হয়ে উঠেছে, মাদকমুক্ত সমাজ গঠনে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।
মন্তব্য