রাশিদা খাতুন
কুষ্টিয়া প্রতিনিধি
কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র নাথের স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে- ৯ই মে (২৬ শে বৈশাখ )মঙ্গলবার বিকেলে দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর আয়োজনে- কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ।
স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুজ্জামান এবং অধ্যাপক শিশির কুমার রায়।
বিশেষ অতিথিবৃন্দ হিসাবে ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ কুমারখালী মেয়র শামসুজ্জামান অরুণ, সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বি এম এ ডাঃ আমিরুল হক রতন, সভাপতি কুষ্টিয়া প্রেসক্লাব আল মামুন সাগর ,আলোচক কবি ও সাহিত্যিক আলম আরা জুঁই।
সন্ধ্যায় কুষ্টিয়া আবৃত্তি পরিষদ- বাচিক শিল্পী বৃন্দের অংশগ্রহণে ” নানা রবীন্দ্রনাথের একখানি মালা”পরিবেশন করেন।
পরবর্তীতে ভেড়ামারা শিল্পকলা একাডেমী , চর্যাপদ ও বিভিন্ন সংগঠনের পরিবেশনায় রাত সাড়ে এগারটা পর্যন্ত অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত করা হয়।
মন্তব্য