কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ইতিমধ্যেই খুব অল্পদিনেই মানুষের মনে জায়গা করে আলোচনায় আসছে ইসলামের ছাত্রলীগের সভাপতি আল আজিজ হোসেন ফারাবি।
করোনা মহামারীতে সেচ্ছাসেবী হয়ে মানুষকে সেবা দিয়া থেকে শুরু করে দরিদ্র মানুষের পাশে সর্বদাই তার সাহায্য সহযোগিতা বিদ্যমান। একজন সাদা মনের মানুষ ছাত্রলীগের এই সংগ্রামী সভাপতি আল আজিজ হোসেন ফারাবি এমন উদার মনের ভালোবাসাই সিক্ত এই ছোট্ট বাচ্চা গুলো
হয়তো ওরা স্টেশনে থাকে।
দীর্ঘ ৪ মাস আগে এই স্টেশনে এই পথশিশুদের সাথে ফারাবির দেখা হয়।তারা কিছু খাবার জন্য কিছু টাকা চাইলে ফারাবি তাদেরকে খাবার কিনে খাওয়ায়। প্রায় ৪ মাস পর হটাট ওই একি স্টেশনে পথশিশুগুলো ফারাবিকে দেখতেই চিনে ফেলে,দূর থেকে ভাইয়া বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে।
প্রথমে একটু অবাক হলেও পরে ফারাবি বুঝতে পারে এই সেই শিশুগুলো যাদেরকে গত বার খাবার কিনে দিয়েছিলাম।
এতো দিন পর তাকে ভুলে যায় নি এই নিষ্পাপ শিশুগুলো।এমন ভাবে ভাইয়া বলে জড়িয়ে ধরে যেন মনে হয় যুগ যুগ ধরে চেনে।
শিশুদের সাথে আলীঙ্গন করে তাদের সাথে স্টেশনে বসেই খাবার খাওয়ান এবং নিজেও ওদের সাথেই বসে খাওয়া দাওয়া করেন।
এক জন নেতা হয়ে তাদের সাথে পথের মধ্যে এক সাথে খাবার খেয়ে সবার মনে আবার ও জায়গা করে নিলো এই উদীয়মান তরুণ ছাত্রনেতা।
মন্তব্য