রাশিদা খাতুন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৪৩০ সালকে বরণ করতে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে পৌরসভা বটতলা প্রাঙ্গণে সকাল ৯ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কুষ্টিয়ার পৌরসভা সেজেছিল নতুন আঙ্গিকে । পৌর মেয়র আনোয়ার আলী পৌরসভা চত্বরে উদ্যোগ গ্রহণ করেন প্রতি বছরের ন্যায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
পৌরসভার আয়োজনে পহেলা বৈশাখ কে উপলক্ষ্য করে কুষ্টিয়া পৌর বটতলা প্রাঙ্গনে -সাংস্কৃতিক অনুষ্ঠানও আলোচনা সভায় পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট লালিম হক, কুষ্টিয়া পৌর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, এবং কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন।
অ্যাডভোকেট লালিম হক বৈশাখের আলোকে ইসলাম, ইতিহাস ও বিজ্ঞান নিয়ে আলোকপাত করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়া লালন একাডেমীর শিল্পী বৃন্দ এবং পৌরসভার বিভিন্ন শিল্পীদের মন মাতানো গানের সুর এবং কুদ্দুস ঢুলির ঢোলের আওয়াজে পৌর চত্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দর রূপ নেয়।
নানা আয়োজনে কুষ্টিয়া পৌরসভা নতুন বছরকে বরণ করে নেয়।
মন্তব্য