পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
কেশবপুর পৌরসভার উদ্যোগে ২০ জন শ্রমিক এবং কেশবপুরের স্বেচ্ছাসেবীরা হরিহর নদের কচুরিপানা অপসারণের কাজ করছেন। মঙ্গলবার (১৫ জুলাই-২৫) উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনকে অপসারণের কাজ পর্যবেক্ষণ করতে দেখা যায় ।
কয়েক দিনের ভারী বর্ষনে কেশবপুর পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, কাজিপাড়া, বিশ্বাস পাড়া, কলেজ পাড়া, ঋষি পাড়াসহ উপজেলার বিভিন্নএলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কেশবপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা হয়ে কেশবপুর উপজেলায় পাট-২৫ হেক্টর, আমন বীজতলা-১২ হেক্টর, সবজি-২ হেক্টর, মরিচ-০. ৫ হেক্টর জমি তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, এছাড়া জলাবদ্ধতা নিরসনে পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট চেয়ারম্যান/প্রশাসক/ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ কাজ করে যাচ্ছেন। তাছাড়া কেশবপুর পৌরসভার উদ্যোগে ২০ জন শ্রমিক এবং কেশবপুরের কয়েকজন স্বেচ্ছাসেবী তরুন নিজ উদ্যোগে হরিহর নদে কচুরিপানা পরিষ্কারের কাজ করছে। তাদের এ উদ্যোগে আমি সত্যিই আপ্লুত। আমার পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে আমাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ছবিঃ
১৫/০৭/২৫
মন্তব্য