গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নকল সিগারেটসহ মোঃ আশিক(২০) নামে একজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১০-০৭-২০২৫) গাজীপুরের কোনাবাড়ী এলাকার জমিদারের ইটাখোলা সংলগ্ন বট তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক(২০) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নলসুন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে।
সে বর্তমানে কোনাবাড়ী জরুন এলাকায় সামসুল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টায় মাদক দ্রব্য অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানাধীন জমিদার ইটাখোলা সংলগ্ন বটতলার
আসামীর বসতবাড়ীর সামনের গলির রাস্তার ওপর বেটারী চালিত অটো ভ্যানের ভিতরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের
কথিত নকল ভেজাল সিগারেট কালো বাজারী করা ও বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। এমতাবস্থায় এস আই কামরুল হাসান এবং এসআই অজয় চন্দ্র রায় সহ সঙ্গীয় ফোর্স
নিয়ে তাকে গ্রেফতার করে।এসময় অবৈধ আনুমানিক ১০লক্ষ টাকা মূল্যের নকল সিগারেট এবং ৫৫০১০ টাকা
উদ্ধার করে পুলিশ।একটা ব্যাটারী চালিত ওটোভ্যান জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন।আরো জানান
আসামীকে দুপুর ১২ টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য