এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
ত্রিপুরা জাতিদের সামাজিক উৎসব বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াপুর বৈসু উদযাপন কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগীতা শুরু হয়েছে।
খাগড়াছড়ির খাগড়াপুর মাঠে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সেবিকা ত্রিপুরার সভাপকিত্বে অনুষ্ঠিত ত্রিপুরা জাতিদের ঐতিহ্যবাহী খেলাধুলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক সুধাকর ত্রিপুরা।
ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষের প্রাক্কালে ত্রিপুরা জাতিরা এই উৎসব পালন করে থাকে। বৈশাখ মাস থেকে জুম চাষের শুরু হয়। ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন। ত্রিপুরা জাতিদের ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। ত্রিপুরাদের খেলাধুলা সংরক্ষণ করার জন্য এই প্রতিযোগীতার আয়োজন হচ্ছে তাদের মূল উদ্দেশ্য বলে জানায় আয়োজক কমিটি।
আলোচনা সভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই (গিলা) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি/কাং, বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
এ সময় এ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, সমাজ সেবক বলিন্দ্র ত্রিপুরাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য