এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্য মোল্লা পাড়া জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এ নতুন ভবনের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্য মোল্লা পাড়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এ জামে মসজিদের নতুন ভবন নির্মাণ প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, পানছড়ি উপজেলা যুব দলের আহবায়ক মোঃ আফছার, পানছড়ি উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ নাসির হোসেন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য