মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিবেদক:
আজ ১২/মে,২০২৩,ইং, সকালে খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৪নং ওয়াডের গোয়ালডিহি ঈদগাহ ময়দান ও ১নং ওয়াডের পশ্চিম হাশিমপুর সংযোগ বেলান নদীর উপরে পুরাতন ব্রিজের সাথে সংযোগ করে খানসামা উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে১২ লক্ষ টাক ব্যায়ে ২১ মিটার একটি ফুটব্রিজের ঢালাই এর কাজ উদ্বোধন করেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন
এসময় উপস্থিত
ছিলেন ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন লিটন সহ আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মন্তব্য