(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা )
রাতের মধ্যেই দেশের ৭ জেলার উপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার তেজ অনেকটাই কমেছে। সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৪ ডিগ্রির ঘরে।
এরমধ্যেই সবশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় শনিবার (৫ জুলাই) রাতের মধ্যেই দেশের ৭ জেলার উপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শনিবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।গত ২৪ ঘণ্টায় টেকনাফে দেশের সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাশাপাশি এই সময়ে কক্সবাজারে ৬৪ মিলিমিটার ছাড়াও খুলনায় ৫৯, পটুয়াখালীর খেপুপাড়ায় ৫৪, চট্টগ্রামে ৪৬, লক্ষ্মীপুরের রামগতিতে ২৯, রাজশাহীর বাদলগাছীতে ২১, ঢাকায় ১৮ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য