আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে মোক্তা (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রীর মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত মুক্তা উপজেলার গাজীপুর গ্রামের মো. ফজলুল হকের মেয়ে। সে স্থানীয় গাজীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মুক্তা নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে না ওঠায় আজ সকাল সাড়ে ১০টার দিকে তার বড় ভাই আকাশ ডাকতে গিয়ে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
স্বজনরা জানান, মুক্তা বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মার পাশের ঘরে ঘুমাতে যায়। রাত ১২টার সময়ও বাবা-মায়ের সঙ্গে কথা হয় মুক্তার। শুক্রবার সকালে মুক্তা সাড়ে ১০টার দিকেও ঘুম থেকে না ওঠায় বড় ভাই আকাশ তাকে ডাকতে গিয়ে জানালা দিয়ে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় বাড়ির লোকজন ডাকাডাকি করে দরজা ভেঙে মুক্তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। ততক্ষণে সে মারা গেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, খবর পেয়ে ওই বাড়ির একটি ঘর থেকে স্কুলছাত্রী মুক্তর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি সে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাবা-মার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মালা হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ মনাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য