সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি।
১ই নবেম্বর ২০২২ খ্রিঃ জনাব জিনিয়া ফারজানা, সভানেত্রী, পুনাক, গাজীপুরের জেলায় শুভাগমন ও দায়িত্ব ভার গ্রহন উপলক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যবৃন্দ তাঁর সম্মানে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন। তিনি গাজীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কার্যালয় পরিদর্শন করেন এবং সদস্যদের সাথে মতবিনময় করেন। তিনি পুনাকের কার্যক্রমকে আরো গতিশীল এবং জনকল্যাণমূখী করার জন্য সকল সদস্যকে উদ্ধুদ্ধ করেন।
মতবিনিময় সভা শেষে
পুনাক সভানেত্রী জনাব জিনিয়া ফারাজানার সভাপতিত্বে, ডেঙ্গু প্রতিরোধ ও নারীদের হাড়ের ক্ষয়জনিত রোগের প্রতিকার বিষয়ে সচেতনাতামূলক সভা অনুষঠিত হয়। এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ তাসফিন আলম তাকী ও ডা. নন্দিতা মালাকার আলোচনায় অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে জনাব শাকিলা আক্তার ও জনাব নুরুন্নাহার বেগম, সহ-সভানেত্রী; জনাব তাজরিয়ান রবি স্বর্ণ, সাধারণ সম্পাদিকা, জনাব সায়মা হক, সাংগঠনিক সম্পাদিকা, পুনাক, গাজীপুর এবং ডাঃ নন্দিতা মালাকার, দপ্তর সম্পাদিকা পুনাক, গাজীপুরসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পুনাক গাজীপুর সভানেত্রী পুনাক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
মন্তব্য