সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধ।
সম্মােলনের দিন যতই ঘনিয়ে আসছে ততোই সরগরম হচ্ছেন পদ প্রত্যাশী এবং নেতাকর্মীরা।
আগামী ১৯ এ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনকে ঘিরে ব্যানার ফেস্টুনে পুরা মহানগরীকে
উৎসবের আমেজে সাজিয়েছে পদ প্রত্যাশীরা, এর আগে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।আতাউল্লাহ মন্ডলকে কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে খুব একটা বেশি এগোতে পারেননি। মহানগরের তৃণমূল নেতাকর্মীরা বলেন,আমরা চাঁদাবাজ ভূমিদস্যু দুর্নীতিবাজদের সাধারণ সম্পাদক পদে চাইনা আমরা চাই ক্লিন আমেজের ত্যাগী নেতা এই পদে আসুক আমরা তাকে সাদরের গ্রহণ করে নেব।
গাজীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী
আব্দুল হালিম সরকার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ঘরতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। বিএনপি জামায়াতের নৈরাজ্য চুরা গুপ্তা হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে আমরা মহানগর আওয়ামী লীগ একতাবদ্ধ ছিলাম আছি থাকব। আমি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করেছি দীর্ঘদিন ভাওয়াল কলেজ ছাত্র সংসদের ভিপি এবং সভাপতি ছিলাম বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গাজীপুর সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে আগেও কাজ করেছি ভবিষ্যতেও করব। আমি সাধারণ সম্পাদক পদ পেলে প্রতিটি ইউনিট কমিটি এবং ওয়ার্ড কমিটি এবং মহানগর কমিটি ত্যাগী নেতাকর্মীদের দিয়ে ঢেলে সাজাবো। আমি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি দলের নীতি নির্ধারক এবং সিনিয়র নেতৃবৃন্দু যে সিদ্ধান্ত নিবেন আমি তা মেনে নিব।
মন্তব্য