জুয়েল হোসেন, গাজীপুরঃ
মাসজুড়ে গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
রবিবার (১ ডিসেম্বর) কালিয়াকৈরের সিনাবহ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৌচাক ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার সরকার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ডা. মোঃ বখতিয়ার।
স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার কৃষকদের মাঝে শতাধিক চারাগাছ বিতরণ করেন ওই সমিতির সদস্যবৃন্দ। এসময় চারাগাছ হিসেবে আম, পেয়ারা, আমড়া, আমলকী, জলপাই ইত্যাদি আশপাশের কয়েকটি মসজিদ, মাদ্রাসা ও স্কুলে রোপণ ও বিতরণ করা হয়।
সাংবাদিক সমিতির এমন উদ্যোগের প্রশংসা করে উপস্থিত অতিথিগন এসময় গাছ লাগানো ও বিতরণের পাশাপাশি সবাইকে গাছ রক্ষণাবেক্ষণ, পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও নিয়মিত গাছ লাগাতে উৎসাহ দেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ জসিম উদ্দিন, মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মেম্বার ও মোস্তফা দেওয়ান পাপ্পু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ আবুল কালাম, জেলা যুবদলের সদস্য মোখলেসুর রহমান সদস্য, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সোহরাব হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শাহিন সাধারণ সম্পাদক, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিঃ কোনাবাড়ী জোনের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
এসময় গাজীপুর সাংবাদিক সমিতির পক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শামিম,সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, সহ-সভাপতি আককাস আলী,অর্থ বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার রেনু সহ নির্বাহী সদস্য বৃন্দ।
প্রতি মাসে গাজীপুর জেলার প্রতিটি উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সমিতির সদস্যরা জানান।
মন্তব্য