এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বাচা মিয়ার মেয়ে রিমা আক্তার যে মারা গেছে তা সোস্যাল মিডিয়ার সুবাদে অনেকেই জেনে গেছেন এবং যাওয়ার কথা।
তবে, সে ঘটনার বিষয়ে অনেক কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লিখে ছেলে (বর কে) কে দোষারোপ করা যেতে দেখা যাচ্ছে! কিন্তু, মেয়ে (কনে) টার কোনো দোষ আছে কি না কিউ খতিয়ে দেখে/লিখার দরকার বলে ও মনে করছেন ন কেউ! বিষয়টি পুরো চট্টগ্রামের মানুষদের মাঝে নানাবিধ: প্রশ্নের রেখাপাত: সৃষ্টি করে চলেছে। অনেকেই মনে করেন,যাকে বলা হয়-এক প্রকার হীনমন্যতা, দায়িত্ব জ্ঞান হীন এবং নিজকে জাহির করার কাজে প্রটিয়সী!
নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন বলেন-বলতে দ্বিধা নেই যে, এক তরফা ছেলে (বর) কে দোষ না দিয়ে আগে আসল ঘটনা জেনে নেয়া সবার দরকার রয়েছে।
তারা বলেন, বিয়ের সময় ধনী-গরিব প্রায় সবাই-কে, কি না চায় বা না কি না পায় এবং না নিয়ে ও থাকে কোনো কিছু ?
সেই জন্য কি মেয়ে (কনে) আত্মহত্যা করেছে বা করতে পারে? এর মাঝে অন্য কিছু লুকিয়ে আছে কি না খুঁজে বের করার ও দরকার রয়েছে বলে মনে করেন তারা।
ফলে, ঘটনার র পটভূমিকায় ওই সব জ্ঞানী-গুনী ব্যাক্তি বিশেষরা সবার কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, হুজুগের বাঙালী পরিচয় না দিয়ে আগে আসল বিষয়টি জেনে নিতে হবে সবাইকে।তারা এ ও মনে করেন, আইন যদি নিজস্ব গতিতে চলে এবং আইন প্রয়োগকারী সংস্থা যদি নিরপেক্ষ হয়ে কাজ করে তাহলে অবশ্যই ঘটনা যাই হোক্ পুলিশ উদঘাটন করতে পারে এবং পারবে ও।
মন্তব্য