এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পান করে চিরজীবনের জন ক্ষোভ-অভিমান’র ইতি ঘটিয়ে পরপারে চলে গেলেন স্বামীধন!
স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার ষোল কলা পূর্ন করতে যাওয়া ওই যুবককে পরিবারের লোকজন তা টের পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল সেখানে তার দেহ হিমশীতল হয়ে যায়।
মৃত্যু বরণকারী শাকিল খান (২৪) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার বেলাল হোসেনের পুত্র ছিলো বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিদারুল আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ক’বছর আগে পশ্চিম লালানগর (এক-ই এলাকা)
এলাকার আনিকাকে বিয়ে করেন শাকিল। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়।
কিন্তু, কন্যা সন্তানের জন্মের পর থেকে শাকিল ও আনিকার মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সামাজিক বৈঠক পর্যন্ত গড়ায়। বৈঠকে সমাধান হয়নি। এক পর্যায়ে আনিকা তার বাপের বাড়িতে চলে যান। শাকিল স্ত্রীকে বাড়িতে ফেরানোর চেষ্টা করে ও ব্যর্থ হন।
ওই
ইউপি সদস্য আরও জানান, গত শনিবার বিকেলে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজ বাড়িতে আনতে চেষ্টা করেন শাকিল। কিন্তু, স্ত্রী নাকচ করলে শাকিল শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে চলে যান। সেখানে একটি দোকান থেকে কীটনাশক কিনে তা পান করেন। ঘটনার কিছুক্ষণ পর শাকিলকে ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য