মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা যতক্ষণ ক্ষমতায় আছে, ততক্ষণ তারা পূর্ণাঙ্গ সরকার। দায়িত্বশীল সরকার হিসেবে তারা চুপচাপ বসে থাকতে পারে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আশা করি, সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দীপু, মোফাখখারুল ইসলাম নবাবসহ আরও অনেকে।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সবার মতামতের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা জরুরি। দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে।
মন্তব্য