রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুক্রবার বিকেলে দিনাজপুর চিরিরবন্দরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যান্ডদলের তালেতালে নেচে-গেয়ে দলের জন্মদিন উৎসব পালন করেন।
এর পরই দলীয় কার্যালয়ে থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার শাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক , মোঃ আব্দুল আলীম সরকার ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মোঃ নুর-এ কামাল , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিমউদ্দীন গোলাপ, ইউসুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হায়দার লিটন , আউলিয়াপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান ( হাসিম বাবু ), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ।
এ সময় উপস্থিত ছিলেন ৬ নং অমর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন সরকার, এ্যাডভোকেট অনিমেষ রায়, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মন্তব্য