রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
বুধাবার (২২ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪০টি পরিবারের মাঝে এই ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়।
এর আগে সারাদেশের ন্যায় একযোগে প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য রেখে ৩৯,৩৬৫টি ঘরের উদ্বোধন ও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান এর সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা,
ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়,চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ
প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দসহ ২৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রধান, আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য