রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা
আজ ৬ই মে সোমবার, সারাদিন প্রচন্ড গরমের পর, ঠিক সন্ধে নাগাদ নেমে আসে ঘন কালো মেঘ করে আকাশে , পথ চলতি মানুষ বলে ওঠেন আজ একটু মেঘলা করায় কিছুটা গরম কমেছে।,
তাড়ি কিছুটা সময় পড়ে নেমে আসে প্রবল জোরে বজ্রবিদ্যৎ সহকারে বৃষ্টি, আবার কোথাও কোথাও প্রচন্ড ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অঞ্চলে, ঝড়েতে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানা যায়, গাছপালা ভেঙে গিয়েছে এবং বেশ কয়েকটি বাড়ির মাথার ছাদ উড়ে গিয়েছে। তার সাথে সাথে সমানে চলেছে গর্জন দিয়ে বিদ্যুৎ চমকানো,
ফলে পথ চলতি মানুষ ও অফিস ফেরত যাত্রীরা রাস্তায় আটকে গিয়েছেন, এই টানা বৃষ্টি চলে সারাক্ষন, রাত নটা নাগাদ বৃষ্টি কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ সমানে চলতে থাকে এবং প্রচন্ড পরিমাণে মেঘের গর্জন দেখা যায়,
তবে আজকের ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কতটা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
তবে পথ চলতি মানুষ থেকে শুরু করে, বাড়ির লোকেরা কিছুটা স্বস্তি পেল বলে জানান। কয়েকদিনের অষ্টাগত গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেল। বেশ কয়েকটি জেলায় ঝড়ে গাছপালা উল্টে রাস্তা বন্ধ হয়েছে বলে জানা যায়।
মন্তব্য