সোহেল খন্দকার,(ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী অনেক নারী উদ্যোক্তা। দেখাযায় কেউ কেউ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনের ভাতার টাকা দিয়ে সেলাই মেশিন ক্রয় করে বাসায় বসে কাজকরে পরিবারের আর্থিক সংকট দূর করছেন, কেউ আবার বাসায় বসে জন্মদিনের কেক, বিরানি তৈরি করে বিক্রয় করছেন, কেউ আবার বিউটিফিকেশনে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করছে।দেখাযায় ছোট ছোট নারী উদ্যোক্তার সংখ্যাবা বেড়েয় চলছে,
কয়েকজন নারী উদ্যোক্তার সাথে কথা বললে মেহেরুন্নেসা জানান আমি রাজাপুর মহিলা সংস্থা থেকে ক্যাটারিং শাখায় প্রশিক্ষণ নিয়ে নিজে একজন নারী উদ্যোক্তা হয়েছি আমি বাসায় বসে বেকারি আইটেম,চাইনিজ আইটে ও জন্মদিনের কেক পুটিং তৈরি করে ছোট কারে ব্যবসা শুরু করেছি, এখান থেকে যেটুকু আয় হচ্ছে সেটুকু থেকে আমি অনেক উপকৃত।
ফ্যাশন ডিজাইনারে প্রশিক্ষণ নেওয়া মাসুরা জানান আমি সহিলা সংস্থার প্রশিক্ষণ নিয়ে একজন সফল নারী উদ্যোক্তা হয়েছি আমি এ পর্যন্ত তিনটি সেলাই মেশিন ক্রয় করেছি দোকান থেকে অর্ডার নিয়ে বাসায় বসেই কাজ করছি এবং আমার বাচ্চার লেখা পড়ার খরচ ও আমার সংসারের একমাত্র আয়ের উৎস এখান থেকেই।
বিউটিফিকেশনে প্রশিক্ষণ নেওয়া আকলিমা খাতু ও ঝুমা রানী জানান প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আমাদের উপজেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করায় যার দ্বারা আমরা বেকারত্ব দূর করতে পারছি।এখান থেকে বিউটিফিকেশনে প্রশিক্ষণ নিয়ে আমার বাসায় বসে এবং ভ্রাম্যমান ভাবে কোন অনুষ্ঠানের নৃত্যের সাজ সাজিয়ে বউ সাজিয়ে যতটুকু আয় হয়ে থাকে তার দ্বারা আমরা উপকৃত।ধন্যবাদ জানাই আমাদের প্রশিক্ষণ দেয়া ম্যাডামদেরকে তারা ভালো বাবে বুঝিয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং আমাদের একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য খুব সুন্দর পরামর্শ দিয়েছেন।
রাজাপুর মহিলা সংস্থার কর্মকর্তা সামিরা আক্তার বলেন আমাদের এখানে পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেই অনেক নারী স্বাবলম্বী অনেকে পরিবারের আর্থিক সংকট দূর করতে পারছেন।আমরা ভালোবাবে প্রশিক্ষন দেওয়ার চেষ্টা করি যাতে তারা ভালো একজন উদ্যোক্তা হতে পারে এবং পরিবারের পাশে দাঁড়াতে পারে।আমাদের এত বড় একটি সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
মন্তব্য