এ কে খান
বগুড়া: বগুড়ায় টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি (TISI)-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরেট আাওতাধীন পরিচালিত এই প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। তিনি তাঁর মূল্যবান ও দিক নির্দেশনা মূলক বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, মানবিকতা এবং পেশাগত দক্ষতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টরের প্রধান পরিচালক ড. নিগার সুলতানা, এক্সিকিউটিভ কনসালট্যান্ট আইসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট মো. খাইরুল ইসলাম, যুগ্ম পরিচালক ও ডোমেইন প্রধান (আইইএস এডুকেশন) মো. আলমগীর হোসেন আলম, এবং ইঞ্জি. মোঃ ওবায়দুল্লাহ আল মাহমুদ ও মোঃ শাহজালাল প্রমুখ।
অনুষ্ঠানে টিআইএসআই-এর বিভিন্ন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক-শিক্ষার্থী, টিএমএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদের প্রতি দোয়া ও শুভকামনা জানান। এই আয়োজন শিক্ষার্থীদের হৃদয়ে এক স্মরণীয় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্তব্য