মোঃ সৈকত
(বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি)
নাটোর জেলা বনপাড়া পৌরসভা ১১ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী প্রাঃ, পিতাঃ মরহুম আসান আলী প্রাঃ এর ছেলে ও বনপাড়া পৌরসভার কৃতি সন্তান। মানুষ হিসেবে তিনি সহনশীল বিপদের বন্ধু ও পরোপকারী সাধারণ মানুষের মতো। সকলের সম্মান ও সাধারণ মানুষের বিপদের বন্ধু হয়ে পাশে থাকতে চায় মোহাম্মদ আলী প্রাঃ । সে আরও বলেন যে আমি অঈীকার করিতেছি। যেকোনো সময়ে দূসময়ে আমি সাধারণ মানুষের বিপদ আপদে বন্ধুর মতো পাশে থাকবো ও এলাকার উন্নয়ন কর্মকানডে এগিয়ে যাবো। সামনে এগিয়ে যাওয়ার জন্য এলাবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী বনপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ও এলাকার উন্নয়ন ধারা অব্বাহত রাখতে গরীব দুঃখী মানুষের পাশে থাকতে বনপাড়া পৌরসভার সকল মানুষের জনপ্রিয় ও এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আলী
নির্বাচনে অংশগ্রহন করতে মনোনয়ন ফরম জমা দেন ৩০/১১/২০২৩ । সে সময় উপস্থিত ছিলেন, জনাব প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ
মোঃ শাকিব সোনার সভাপতি বনপাড়া পৌর ছাত্র লীগ, মোঃ মাসুদ রানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম আওয়ামী সেচ্ছাসেবক লীগ, মোঃ জমাল প্রাঃ, মোঃ আনারন আলী, মোঃ সাব্দুল প্রাঃ আর উপস্থিত ছিলেন সাধারন জনগন।
মনোনয়ন ফরম জমা দিয়ে সকল সাধারন জনগন কে নিয়ে মিষ্টি মুখ করলেন মোহাম্মদ আলী প্রাঃ, সহ সকল সাধারণ,মানুষ।
মন্তব্য