এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ শাকিলা পারভীন শায়লা, পাবনা সদর-কে উৎসর্গীত)
ইচ্ছে জাগে বলি কথা সারাক্ষণ-
তোমাতেই হারিয়ে উজার করে এই মন!
জাগে বাসনা বলতে দুটি মনের কথা-
হিয়ায় চিত্তে পুষে রাখি তোমার বিষন্নতা!
ভাবি একাকীত্বে আমি তোমাকে আনমনে-
হবেনা কি একটু সময় কথা তোমার সনে,
বলবেনা কি মনের কথা প্রাণ খুলে তুমি-
নাকি দগ্ধতার যন্ত্রণায় জ্বলে-পুড়ে যাবো আমি!
ভাবি নিরবতা কাটাতে কি ফোন তুলবেনা-
হয়তো এও ভাবি হয়েছে তব প্রেমে অনেক দেনা,
তুমি ভাবো হয়তো আমায় নাও ভাবতে পারো-
আমি যত চাই থাকতে ভুলে ততই ডাকো আরো!
তুমি যা ভাবো; তাই পারো ভাবতে নিঃরবে-
আমার চিত্তে প্রেম ভাবনায় তুমিই শুধু রবে,
পারবোনা কাউকে বলতে দুটি মনের কথা-
তুমি না এলে ভাঙ্গবেনা এ মনের নিঃরবতা!
তুমি যদি পারো বুঝতে মনের ভাষা সংগোপনে-
গড়ে যাবো ইতিহাস তোমার প্রেমের টানে,
তুমি বলো কথা একটি বার এই আমার সনে-
রবেনা আর কোন ব্যথা দুঃখ-বোধ রুগ্ন এ মনে…
(রচনাকালঃ২৫শে মে’২০২১ঈশায়ী,
রাতঃ১০৪৫__১০:৫৫,+১১:১০__১১২৭,মহকক)
মন্তব্য