সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা অনলাইন প্রতিনিধি মনোয়ার হোসেনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলার নাকুড়গাছি হাইওয়ে আড্ডা রেস্তোরায় জন্মদিনের কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ পালন করা হয়।
এনটিভি করেসপন্ডেন্ট মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,থানার অফিসার্স ইনচার্জ তদন্ত ইমায়েদুল হক, মডেল প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি বদরুদ্দোজা সবুজ ও সাধারণ সম্পাদক আল কারিয়া চৌধুরী প্রমুখ। শেষে কেক কেটে ও মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে এন টিভির জন্মদিন পালন করলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মন্তব্য