সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম কিনা হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
শেষে তিনমাথা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মারুফ হাসান রুমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল প্রমুখ।
সভায় বক্তারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম কিনা হত্যার দ্রুত বিচার ও খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৫ শে জুন বুধবার পাঁচবিবি পৌরসভার পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম কিনাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মন্তব্য