সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩’শতাধিক উপকারভোগীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে চারাগুলো বিতরণ করেন। ব্র্যাক আলট্রাপুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি-২৪ এর আওতায় নিম, লেবু ও সজিনা গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় সহ এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ গোলাম মোস্তফা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম, রংপুর অঞ্চলের ডেপুটি ম্যানেজার কৃষি ও সামাজিক বনায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, জেলা এসটিও-পোল্ট্রি & লাইভষ্টোক কর্মকর্তা ডাঃ মোঃ মিরাজ হোসেন ও পাঁচবিবি মাইক্রোফাইন্যান্স শাখা ব্যবস্থাপক মোঃ সুজন উদ্দিন।
জেলা প্রশাসক মহোদয় পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন বলে জানায় ব্রাকের সমন্বয়ক আরিফুল ইসলাম।
মন্তব্য