সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে এই স্বাগত মিছিলটি পাঁচবিবি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।শেষে তিন মাথা মোড়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,আগামী ১৯ জুলাই ঢাকার জাতীয় সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়,এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। এই সমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জাতির সামনে তুলে ধরা হবে। তাই এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণকে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওঃ আনোয়ার হোসেন, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান ও পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য