সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে দেশ মাতৃকার শুভ কামনায় ও বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন পৌর মহাশ্মশান হরিবাশ মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল ২ লক্ষ টাকা প্রদান করেছেন। এছাড়াও মহাশ্মশানের শেষকৃত্যানুষ্ঠানে লোকজনের বসার জন্য আটচালা একটি সেড নির্মাণের প্রতিশ্রুতি এবং একমাসের মধ্যে সেটি নির্মাণের ঘোষনা
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সামছুল হুদা দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, পৌর মহাশ্মশান হরিবাসর উদযাপন কমিটির সভাপতি শ্রী মধুসুধন কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী গোকুল চন্দ্র দাস সোনার প্রমুখ।
মন্তব্য