সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারী শুক্রবার দিবাকরপুর জনকল্যাণ ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও রাতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেযারম্যান আব্দুল গফুর মন্ডল।
স্থানীয় বিএনপি নেতা ডাঃ জোবাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে আইনুল ইপসি, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য একরামুল হক প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক দেওয়ান রাব্বানী দেওয়ান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুল হক, বিএনপি নেতা ওয়াজেদ আলী স্বপন, গোলাম নাসির বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য