সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
সম্পাদকের মৃর্ত্যু জনিত দীর্ঘদিন শূন্য থাকা পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে অবশেষে নির্বাচিত হলেন সাংবাদিক সজল কুমার দাস।
শনিবার (৭ জুলাই) পাঁচবিবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সাধারণ সম্পাদক পদের জন্য দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে বৈঠকে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে একজন, মোঃ আব্দুল কাইয়ুম, ব্যক্তিগত ও বিবিধ সমস্যার কথা উল্লেখ করে স্বতঃস্ফূর্তভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে অপর প্রার্থী সজল কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে তার নির্বাচনের ঘোষণা দেওয়া হয় এবং সভায় উপস্থিত সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সজল কুমার দাস একজন উদ্যমী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। তার নেতৃত্বে প্রেসক্লাব আরও সক্রিয় ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য