পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় তিনশতাধীক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্বরা। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলার শিশা খরপা মৌজায়। জানাগেছে, শিশা গ্রামের মৃত ইয়াছিন চৌধুরীর ছেলে জিল্লু রহমান চৌধুরী সহ তাদের অংশীদারগণ দির্ঘ্যদিন ধরে খরপা মৌজার সিএস-৭৫,৪২৫ ও ১৭৩ নং দাগের প্রায় ৮বিঘা জমি ভোগ দখল করে আসছিল। এরই মধ্যে জমিতে তারা প্রায় ৪০০টি আমগাছ রোপন করেছিলেন। কিন্তু রবিবার দিবাগত রাতে দুর্বৃত্বরা আমগাছ গুলি সম্পূর্ণভাবে উপড়ে ফেলে দিয়েছে। জিল্লু রহমান চৌধুরী জানান, সম্পূর্ণ জমির মালিক তিনি এবং তার অংশীদারগণ। এ জমির কাগজপত্র তাদের রয়েছে। কিন্তু হঠাৎ করে নওগাঁর তাহের চৌধুরীর ছেলে আবু তৈয়ব খোরশেদ আলম চৌধুরী ওই জমি নিজের দাবি করে জমি দখলের চেষ্টা করেন। এব্যাপারে তাৎক্ষনিক তারা থানায় অবগত করলে থানায় উপস্থিত হয়ে খোরশেদ আলম জমির কোন কাগজপত্র দেখাতে পারেননি। বরং ১৫/৪/১৯৪৭ইং সালের একটি সৃজনকৃত দলিল দেখিয়েছেন। যার কোন অস্তিত্ব নেই বলে তিনি জানান। জিল্লুর রহমান আরো জানান, কাগজপত্র দেখাতে না পেয়ে খোরশেদ আলম তাদের বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখাচ্ছেন এবং জমিতে না যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। রবিবার রাতে খোরশেদ আলমের ভাড়া করা লোকজন আমগাছ গুলি উপড়ে ফেলেছেন বলে তিনি বলছেন। এব্যাপারে পোরশা থানায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি তিনি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নিকট থেকে শুনেছেন। ভুক্তিভুগিরা থানায় এসে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। #
মন্তব্য