পোরশা:- না জেনে না শুনে কাউরি পক্ষে বিপক্ষে লেখা অসমীচীন বলে আমি মনে করি। কিন্তু শিরোনামে একটি সামাজিক কথা উল্লেখ করেছি মানবিক ডাক্তার তার বাস্তব প্রমান আমি যে-ই দিন স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালে গিয়েছি এই মানবিকও মানবতার চিকিৎসক কে টেকসই ভাবে কাছে পেয়েছি। মানুষ মানুষের জন্য এই শ্লোগান নিয়ে এই তরুণ চিকিৎসক ডাঃ মোঃ তারিকুল ইসলাম সাহেব পোরশা উপজেলার ৬ টি ইউনিয়ন এর মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রমান স্বরূপ মোবাইল ফোন করে তিনাকে ডাকবেন তিনি তার উত্তরে বলবেন ভাই সর্বোচ্চ ৫ মিনিট তার পর তিনি মটর সাইকেল নিয়ে হাজির। সত্যি কথা বলতে কোন আতঙ্ক হওয়ার কিছু নেই তিনি নিরন্তর হাসি মুখে বসে অসহায় মানুষের সেবা দিয়ে চলছেন। একজন আলোকিত সৎ দূর্নীতি মুক্ত মানুষ নিঃসন্দেহে। যদি আমার লেখার মতো কাজ করে না থাকেন তিনি তাহলে আপনারা আমাকে অবগত করবেন বিচার বিশ্লেষণ কে কার করে কিন্তু আর এম ও ডক্টর তরিকুল ইসলাম সাহেব কে বলবো দুঃখিত আপনার চিকিৎসার মান সন্তোষজনক নয়। মানুষের মৌলিক অধিকার ৬ টি তার মধ্যে জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা এ মহৎ কর্ম কর্মকর্তা মহৎ কাজ চিকিৎসা সেবা নিয়ে পোরশা উপজেলায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছেন। আসুন তিনাকে অনু সুচনা না দিয়ে অনুপ্রেরণা দিয়ে শিকড় থেকে শিখরে নিয়ে যায় এটাই হোক আপনার আমার অঙ্গীকার।
মন্তব্য