এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ যার প্রতি উৎকর্ষিত এ প্রান সেই প্রিয় অনন্যা কে প্রীতির পসরায় উৎসর্গীত)
তুমি সত্যিই এক উপলদ্ধির সীমানা-
তুমি ভাবনার কেন্দ্র বিন্দু চিত্তের বীণায়,
তোমাকে ভেবে-ভেবে সময় কাটে ষোল আনা-
উৎকর্ষিত তুমি মনের মাধুরীতে প্রান্ত সীমায় !
যত ভাবি তোমাকে সময় হয়ে যায় শেষ-
তবুও হয়না ভাবনায় শেষ যোগ ফল,
তুমি কাংখিত ভাবনার অবরুদ্ধ আবেশ-
তোমার কৃতিত্বে প্রেম-প্রকৃতিও কথা বলে !
শুরু হয় চেতনায় ভাবনা তোমায় নিয়ে-
হয় সময় অতিক্রান্ত সকাল-দুপর-সাঁঝে,
তথাপিও শেষ হয়না ভাবনায় সময় দিয়ে-
জানিনা কি আছে তোমার ঐ নয়ন মাঝে !
চেষ্টা করি রাখতে তোমাকে আড়ালে আবডালে-
চিত্তের বীণায় না তুলতে তোমার সুরের ধারা,
পারিনা কেন যেনো! এসে যায় সুর লয় তালে-
তব মানস প্রতিমা;অবাক চাহনি-হাসির মুক্তধারা!
তুমি কোন মায়া আকর্ষনে করে যাও আহ্বান-
জাগাও অনুভূতি তপ্ত প্রাণে সজীব নির্মলে,
দেখি তোমাতেই উদারতা ও সাম্যের জয় গান-
হৃদয়ে ভরা দেখি প্রণয় এবং সৌজন্য আঁচলে !
যত দেখি ভাবি ততই নির্বাক মননে মানসে-
তুমি হতে যদি আমার! ভাবি প্রেয়সী প্রণয়িনী,
রুদ্ধ প্রাণেও যেতাম তোমাকেই সদা ভালোবেসে-
করে ত্রিনেত্রের দৃষ্টি সীমায় প্রণয়ে হৃদয় রাণী…
(তারিখঃ ৯ই জুলাই ২০২০ইং,রোজঃবৃহস্প্রতিবার,
রাতঃ০৯-৪৫_১০:০১,মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ)
মন্তব্য