আনিকা নাওয়ার জেরিন
অর্থনীতি বিভাগ,
অনার্স প্রথম বর্ষ,রাজশাহী কলেজ।
—”আপনি দূরত্ব চাইলেন,
আর আমি দূরত্ব থেকে আপনাকেই চেয়ে বসলাম।”
আপনি তো দূরত্ব বাড়ালেন,
ফাঁকি দিয়ে পাড়ি জমালেন মহাকাশে;
অথচ আপনে ভুলে গেলেন,
এই ব্রহ্মাণ্ডে আজও প্রতিরাতে কারোর চোখ ভিজে যায় আপনার কথা মনে উঠলে।
আজও প্রতিরাতে কেউ আপনার আশায় অপেক্ষার প্রহর গোনে।
কেউ আজও প্রতিরাতে মিথ্যে স্বপ্ন দেখে, একদিন না একদিন আপনি ঠিকই ফিরবেন।
প্রহর কাটে, বেলা বাড়ে
অথচ আপনি ফেরেন না।
আপনার আর ফেরা হয় না,
অন্যদিকে সেই চাতক চোখেরও অবসান হয় না.. অপেক্ষার।
সে জাগে।
ঠিকই জাগে, নিয়ম করে রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর;
যুগ কেটে যায়।
চিৎকার করে কাউকে বলতে চায়,
“আমি ভালো নেই, আপনিও কি তাই??..”
কিন্তু আর বলা হয়ে ওঠে না।
কথার দেয়ালে ধুলো পড়ে। চাপা পড়ে যায় কশ্মিমকালের ধ্বংসাবশেষে। কথার পিঠে ঘুন ধরে…
অথচ তা কেবল জানা হয় না আপনার।
আপনি তো তা দেখেন না কিছুই। কিছুই বোঝেন না।
বড়ই স্বার্থপর আপনি।
বড্ড…
আর আমি?
আমি সেই ব্রহ্মান্ডের বুকে আপনার সবচেয়ে প্রিয় অবহেলিত কবিতা..
যার ইতি আপনি টানেন নি।।
—জেরিন
Tribute to my Incompetent Dairy…
2
it’s been 4 years, but you’re not with me anymore
My Love..
–
মন্তব্য