নিজস্ব প্রতিবেদক:-
১৬জুলাই২০২৫ইংরেজী বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন ১৬নং বক্তপুর ইউনিয়ন দলনেতা মোঃ সাহাদাত হোসেন এর ইন্তেকালে ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে শোক সভা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে বলেন গত ১২জুলাই২০২৫ইংরেজী শনিবার ভোর ০৪:৩০মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন , দলনেতা মোঃ সাহাদাত হোসেনের মৃত্যুতে আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট চট্টগ্রাম মহোদয় শোকবার্তা দিয়েছেন। আমরা একজন দক্ষ নিরলস শৃঙ্খলা পরায়ণ বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহকর্মী নিবেদিত প্রাণ হারিয়েছি,আমরা তাহার আত্মার মাগফেরাত কামনা করি মহান আল্লাহ পাক দলনেতা মোঃ সাহাদাত হোসেনকে জান্নাতবাসী করুক।এই সময় এতে উপস্থিত থেকে বক্তব্য ও স্মৃতিচারণ করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান সহ ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আনসার কমান্ডার দলনেতা দলনেত্রী,ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার দলনেতা দলনেত্রী বৃন্দ প্রমুখ।আলোচনা সভা শেষে বাদে আসর উপজেলা পরিষদ জামে মসজিদের মুসল্লী ও আনসার কমান্ডার, দলনেতাদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর হোসাইন নিজামী। তাহার মৃত্যুকালে মা, বাবা,১ভাই ২বোন অসংখ্য আত্মীয় স্বজন,কর্মস্থলে সহকর্মীদের রেখে যান।
মন্তব্য