সুজাউদ্দিন আহমেদ, স্বপন নন্দী(প্রধান শিক্ষক- বনগ্রাম উচ্চ বিদ্যালয়,পাবনা), অসীমসরকার, সাইদুল ইসলাম, সঞ্জয় দা, তন্ময় মামু সহ সফরের দিকনির্দেশকেরা বসুমতী বাংলা হোটেল এন্ড রেষ্টুরেন্টে ইলিশ মাছ কিনে রান্না করতে দেয়। রান্না কমপ্লিট হয়ে গেলে পৌনে সাতটার দিকে সকলেই খেতে বসি! আত্মতৃপ্তি সহকারে ভূড়ি ভোজ শেষে, পছন্দ সই বড় সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে আসি বাড়ীর উদ্দেশ্যে। সকাল সাড়ে সাত টায় রওয়ানা হই পদ্মাসেতু ভ্রমণ করতে। সেতু পার হয়ে ভাঙ্গা ফ্লাইওভার পরিদর্শন করে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া গড়াই পরিদর্শন করে লালন শাহ সেতু পার হয়ে দাশুড়িয়া মোড় থেকে অনুজবর সৈনিক মাসুম(মরহুম শাহজাহান চেয়ারম্যানের মেঝো ছেলে) কে আমাদের বাসে তুলে নেই। এরপর টেবুনিয়া (পাবনা) এসে নেমে ফলফলাদি কিনি পছন্দ ও সাধ্য সমেত। অনেকেই দ্বিতীয় বা তৃতীয় বার আবার কাপড়-চোপড় কিনি।
বাসে এসে আটঘড়িয়া কড়ইতলা থামে হাফিজুর রহমান (আম্মা ফার্মেসী) সেখানে নামে। আমরা সকলেই গোড়ড়ী বাজারে নামি। কেউ কেউ সালাতুল জোহর (শেষ কসর) আদায় করে, আমরা ফৈলজানা হাইস্কুল মসজিদে সালাতুল জোহর (শেষ কসর) আদায় করি। সকলেই সকলের সাথে ও মাছরাঙ্গা বাসের ড্রাইভার ও হেলপারের সাথে সৌহাদ্যতা বিনিময় করে যার যার বাড়ীতে ফিরে আসি।
আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া ফৈলজানা বিসিডিএস এর আনন্দ ভ্রমণ সুষ্ঠভাবে সম্পন্ন করে বাড়ীতে সহীহ সালামতে ফিরে আসার জন্য……
(তারিখঃ ১১-০২-২০২৫)
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী,
সভাপতি-
গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা পাবনা।
kdaakash2024pabna@gmail.com
মন্তব্য