এ কে খান :
বগুড়া, ৪ জুলাই শুক্রবার : বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র আওতাধীন পরিচালিত বগুড়ার ফাইভ স্টার মম-ইন হোটেলের ওয়াটার পার্ক কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দেশের শীর্ষস্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর আওতাধীন “টিএমএসএস ফিটনেস সেন্টার ও জীম”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই অত্যাধুনিক ফিটনেস সেন্টারটি টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খাদেমুল ইসলাম মোল্যা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ খাদেমুল ইসলাম মোল্যা স্বাস্থ্যই সকল সুখের মূল উল্লেখ করে বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, সর্বসাধারণের কথা বিবেচনা করে নির্মিত এই আন্তর্জাতিক মানসম্পন্ন ফিটনেস সেন্টারটি ইতিবাচক ভূমিকা রাখবে। টিএমএসএস এলাকায় সুপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নেরও তিনি প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। তারা জানান, ফাইভ স্টার হোটেল মম-ইনে অবস্থিত জীম ও ফিটনেস সেন্টারটি মূলত হোটেলের অতিথিদের ব্যবহারের জন্য। টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী এবং টিএমএসএস-এর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাজারো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ফিটনেস সেন্টার। তাই খুবই স্বল্প খরচে সকলে যেন ব্যায়াম করতে পারে এবং নিজেদের শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে, সেই লক্ষ্য নিয়েই এই অত্যাধুনিক ফিটনেস সেন্টারটি উদ্বোধন করা হয়েছে।
বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার, তরুণ প্রজন্মের অহংকার ও বিশিষ্ট সমাজ সেবক হিসেবে, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ক্রীড়াঙ্গণে অংশ গ্রহণ এবং নিয়মিত শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, এই নবনির্মিত ফিটনেস সেন্টারটি মম-ইন এলাকায় অবস্থিত হলেও এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং ধীরে ধীরে এটিকে আরও যুগোপযোগী যন্ত্রপাতিতে সজ্জিত করা হবে। টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম বলেন, যেহেতু টিএমএসএস-এর যাত্রা নারী নেতৃত্ব ও অংশগ্রহণের মধ্য দিয়ে, তাই এই ফিটনেস সেন্টারে নারী ও পুরুষের জন্য আলাদা শিফটে ব্যায়ামের সুযোগ সহ আলাদা পোশাক পরিবর্তনের কক্ষ, মানসম্মত টয়লেট ও ব্যক্তিগত লকার সুবিধা রাখা হয়েছে। তিনি টিএমএসএস-এর পক্ষ থেকে সকলকে স্বল্প খরচে এই প্রতিষ্ঠানে নিয়মিত ব্যায়ামের আমন্ত্রণ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, টিএমএসএস-এর উপদেষ্টা, পর্ষদ পরিচালক, উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমসি ও আরসিএইচ এর পরিচালক অবঃ বিঃ জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান, ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, বিনোদন জগতের নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মাহমুদ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ প্রমূখ।
মন্তব্য