এ কে খান বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বগুড়ার উদ্যোগে সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে “ক্যান্সার চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বনামধন্য চিকিৎসক, গবেষক ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সেমিনারে অংশ নেয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার বিষয়ক নানা দিক নির্দেশনা দেন অস্ট্রেলিয়ার মিহেলথওমিক্স ও বাংলাদেশের জিং টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও অধ্যাপক ড.পল মেইনওয়ারিং। তিনি তাঁর বক্তৃতায় ক্যান্সার চিকিৎসায় আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সর্বশেষ উদ্ভাবন ও গবেষণার ফলাফল তুলে ধরেন। অনুষ্ঠানে অপর মূল বক্তা ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের হিস্টোপ্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের প্রধান ড. ডিএম আরিফুর রহমান। তিনি ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় বায়োমলিকুলার পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান বিষয়ক নানা দিক সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ওয়াদুদুল হক তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান ও দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম।
এছাড়া সেমিনারে অন্য বিশেষ অতিথিদের মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, বগুড়া আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবু দাউদ মোঃ শরিফুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মোহাম্মদ মহসিন ও টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক -২ রোটারিয়া ডাঃ মোঃ মতিউর রহমান প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য দেন। সেমিনারের সভাপতিত্ব করেন বিএমএ, বগুড়ার আহ্বায়ক অধ্যাপক ড. আজফারুল হাবিব। তিনি তাঁর বক্তব্যে ক্যান্সার গবেষণার গুরুত্ব ও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। সকাল সারে এগারটায় শুরু হওয়া এই সেমিনারটি ক্যান্সার চিকিৎসায় কর্মরত চিকিৎসক, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। সেমিনারে উপস্থাপিত তথ্য ও আলোচনা ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি, নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান ও গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য