মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি :
বগুড়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জিন্নাত আলী (কাজল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বগুড়া শহরের ইছাহাক লেন, সূত্রাপুর এলাকার অ্যাডভোকেট মোবারক আলীর পুত্র। মরহুমের পারিবারিক সূত্র জানায়, সোমবার দিনগত রাত ১ টায় শ্বাসকষ্টজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি, সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের স্মরণে আজ বেলা ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে এক আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ্যাডভোকেট জিন্নাত আলী (কাজল) দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আইনজীবী সমাজ এক অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীকে হারালো।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য