শনিবার দিনভর বৃহত্তম পাবনা ও বগুড়া জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প -২এর আওতায় সদরের পলাশবাড়ী হইতে মথুরা, শামছুল হক মাষ্টারের বাড়ীর রাস্তা, বড় টেংরা, ধর্মপুর ও বারপুর রাডার ষ্টেশন সংলগ্ন ৫টি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া -৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি । এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপ সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, গোকুল ইউপির সাবেক চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলী রেজা তোতন, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন যাদু, বজলুর রহমান, আঃ আল কাফি, আমিনুর রহমান, ফাইনুর রহমান, মন্টু সাকিদার, রুবেল, জিন্না মিয়া, আওয়ামীলীগ নেতা আঃ জলিল, মাহবুর রহমান, সাইফুল ইসলাম, নুর আলম রোস্তম, আক্তারুজ্জামান বাছেত, আলী রেজা তোতন মানিক, সাজেদুর রহমান সাজু মাষ্টার, সাইদুর, সাইফুল ইসলাম, রাজ্জাক, বাবু, ওয়াজেদ, রাঙা, মামুন, জলিল, রাব্বি, রেজাউল করিম, শাহ আলম, সহ ৩টি ইউনিয়নের বিভন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তি বর্গ।
মন্তব্য