এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
(সুত্রঃ বাংলা সাহিত্যের মহাকবি খ্যাত
মাইকেল মধুসুদন দত্ত-কে উৎসর্গীত)
তব মুখখানি খুঁজিয়া ফিরি কপোতাক্ষ তীরে-
হে প্রিয় মহাকবি তুমি আসবে কবে ফিরে,
তব জন্মে ধন্য এ বঙ্গদেশ ধন্য বঙ্গ ভাষা-
মিটিয়েছো সাহিত্য সাধনায় তব হৃদয় পিপাসা!
বঙ্গদেশে করি বসবাস ভাষা করে পর-
বুঝেছো অবশেষে বঙ্গ ভাষার কদর্য মর্মর,
বঙ্গ কোলে জন্ম তব বঙ্গ মায়ের শীতল কোলে-
তাইতো শায়িত হলে শেষ ক্ষনে বঙ্গ মায়ের আঁচলে!
আত্মার বিজয় চির বিজয় যদি সত্যব্রত হয়-
ভ্রমেও আসবেনা তাতে সম-অসম পরাজয়,
বঙ্গদেশে জন্ম আমার ভাষা বঙ্গ মায়ের ভাষায়-
রইবো প্রত্যাশায় হাজার বার মরেও বাঁচার আশায়!
বঙ্গ কোলে জন্ম তোমার পালিত কোল ভিনদেশে-
অবমুল্যায়নের চরম মুল্যে বুঝেছো যে অবশেষে,
আত্মা মন প্রাণ সঁপে যদি বঙ্গ দিতে ভাষার প্রতি-
লিখে যেতে আত্মার কথা-ব্যথা হতে আরো মহামতি ।
কালের কথা মর্ম ব্যথা; যথার্থতা অবশেষে বুঝে-
ছুটি মোরা আপনাকে বিলাতে…সুখ খুঁজে,
অপরুপ ধন্য মাতৃকোল ধন্য জীবন ভূমি-
মহামতি চির অমর মধু দত্ত চির জাগরুক তুমি……
(রচনাকালঃ পহেলা ফাল্গুন ১৪১৪বঙ্গাব্দ। ১৩ই ফেব্রুয়ারী
‘২০০৭ ঈশায়ী,মঙ্গলবার দুপর-০১:০৫__০১:২০,
ভিজিট বইতে লেখা,সাগর দাঁড়ি,কেশব পুর,যশোর। মুদ্রিত)
মন্তব্য