বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে এমপি বেগম নাসরিন জাহান রতনার প্রচেষ্টায় পৌরসভার ডাকবাংলো টু উপজেলা পরিষদ চত্বর সড়কসহ উপজেলার ৫টি সড়কের ৮কোটি টাকার নির্মাণ কাজের অনুমোদন হয়েছে।বাকেরগঞ্জ পৌরসভার প্রধান সড়ক ডাকবাংলোর সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার ১ কোটি ২৫ লক্ষ ২৪ হাজার ১৩৩ টাকার অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সংসদ সদস্যের ডিউ লেটার ও তার একান্ত প্রচেষ্টায় পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজের অনুমোদন হয়েছে।
বাকেরগঞ্জ প্রথম শ্রেনীর পৌরসভা হলেও ডাকবাংলো টু সাহেবগঞ্জ উপজেলা চত্বর পর্যন্ত এ সড়কটি দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী থাকায় পৌরবাসীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।পৌরসভার বর্তমান মেয়র বিগত ১৩ বছরেও জনগুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণ কাজ করতে ব্যর্থ হয়েছেন।সড়কটি পৌরসভার বিধায় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার ইচ্ছা থাকা সত্বেও তিনি নির্মাণ কাজ করতে পারেননি। গত কয়েকদিন পূর্বে পৌরসভা কর্তৃপক্ষ রাস্তাটি নির্মাণের জন্য এনওসি সার্টিফিকেট দেয়ার পর তিনি ডিও লেটার দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সড়কটি নির্মাণের জন্য ১ কোটি ২৫ লক্ষ ২৪ হাজার ১৩৩ টাকা বরাদ্দ দেয়।
উপজেলা পরিষদ চত্বর ডাকবাংলোর জনগুরুত্বপূর্ণ ওই সড়কে দিয়েই বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় যেতে হয়। অথচ দীর্ঘদিনেও পৌরসভা কর্তৃপক্ষ শহরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এ সড়কের নির্মান কাজ করাতে ব্যর্থ হয়েছেন।
তাছাড়াও সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার একই ডিও লেটারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ৪৬,০২,০০০০,৯৭৪,১৪,০৫৯,২০,২৫৬৬ নং স্মারকে নিয়ামতি বাজার লঞ্চঘাট সড়কের জন্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা, কামারখালী উত্তমপুর সড়কের জন্য ৩ কোটি ৫৫ লক্ষ টাকা, ধুলিয়া টু খয়রাবাদ সড়কের জন্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা, বাগদিয়া থানা কাউন্সিল সড়কের জন্য ৫৫ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।
সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়ায় বাকেরগঞ্জ উপজেলার চিত্র পাল্টে গেছে। তিনি বাকেরগঞ্জের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।শুধু পৌরসভার সড়ক নয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পেয়ে যাবে বলে তিনি জানান।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, সড়কগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা থেকে এলে তারা নির্মাণ কাজের টেন্ডার আহবান করবেন। যাতে অতি অল্প সময়ে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো নির্মাণ করা যায় সে ব্যাপারে সচেষ্ট রয়েছেন।
মন্তব্য