ঢাকা রাত ৮:০৮, বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ, ১৪৩২
শিরোনাম:
রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কারো হৃদয় ভাঙার জন্য আমি হলাম দোষী। ফটিকছড়িতে আনসার ভিডিপি দলনেতা মোঃ সাহাদাত হোসেনের শোকসভা অনুষ্ঠিত, ৭ দফা দাবি আদায়ের লক্ষে হিলিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী হিলিতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ ‎পাঁচবিবিতে” ঢাকায় চলো” জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের মিছিল ও সমাবেশ ।। I am guilty of breaking your heart today এনসিপি সমাবেশে হামলা,ভাংচুর; পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত মনোন্য ‎পাঁচবিবিতে সমবায় সমিতির নির্বাচনে সাইদুর সভাপতি নির্বাচিত।। পাঁচবিবিতে গাছের চারা বিতরণ করেছে” ব্র্যাক।। ‎পাঁচবিবিতে ভাল্লুকগাড়ি গ্রামে রাস্তার জন্য অন্যের সম্পত্তি জবরদখল।। ‎পাঁচবিবিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ।। অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হিলিতে জুলাই শহীদ দিবস পালিত সাহসী সাংবাদিক মাহিদুল হাসান সরকার জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মনোনীত। আমাদের সিমি বুনু “তাকিয়ে ছিলাম” তৃতীয় বারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ কেশবপুর পৌরসভার উদ্যোগে হরিহর নদের কচুরিপানা অপসারণের কাজ চলছে। সৎ মানুষ হয়েও কি অপরাধে দোষী হলাম আজ রাজশাহীর মোহনপুরে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব,বাড়িতে হামলা ভাঙচুরসহ ২ লক্ষ টাকা লুটপাঠ”অতোপর”থানায় অভিযোগ পাঁচবিবিতে তারেক জিয়ার বার্তা পৌঁছে দিলেন গোলজার- রানা।। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন ‎পাঁচবিবি উপজেলা প্রশাসন ভবন উদ্বোধন।। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। পোরশায় সাড়ে তিন শতাধীক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্বরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হিলিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে চোর সন্দেহে একজনকে পিটে হত্যার

বাকেরগঞ্জে এমপি রতনার প্রচেষ্টায় সাহেবগঞ্জসহ ৫টি সড়কের ৮কোটি টাকার নির্মাণ কাজের অনুমোদন

ডেস্ক নিউজ আপডেটঃ বুধবার, ২১ জুন, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ 89 বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে এমপি বেগম নাসরিন জাহান রতনার প্রচেষ্টায় পৌরসভার ডাকবাংলো টু উপজেলা পরিষদ চত্বর সড়কসহ উপজেলার ৫টি সড়কের ৮কোটি টাকার নির্মাণ কাজের অনুমোদন হয়েছে।বাকেরগঞ্জ পৌরসভার প্রধান সড়ক ডাকবাংলোর সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার ১ কোটি ২৫ লক্ষ ২৪ হাজার ১৩৩ টাকার অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সংসদ সদস্যের ডিউ লেটার ও তার একান্ত প্রচেষ্টায় পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজের অনুমোদন হয়েছে।

বাকেরগঞ্জ প্রথম শ্রেনীর পৌরসভা হলেও ডাকবাংলো টু সাহেবগঞ্জ উপজেলা চত্বর পর্যন্ত এ সড়কটি দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী থাকায় পৌরবাসীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।পৌরসভার বর্তমান মেয়র বিগত ১৩ বছরেও জনগুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণ কাজ করতে ব্যর্থ হয়েছেন।সড়কটি পৌরসভার বিধায় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার ইচ্ছা থাকা সত্বেও তিনি নির্মাণ কাজ করতে পারেননি। গত কয়েকদিন পূর্বে পৌরসভা কর্তৃপক্ষ রাস্তাটি নির্মাণের জন্য এনওসি সার্টিফিকেট দেয়ার পর তিনি ডিও লেটার দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সড়কটি নির্মাণের জন্য ১ কোটি ২৫ লক্ষ ২৪ হাজার ১৩৩ টাকা বরাদ্দ দেয়।

উপজেলা পরিষদ চত্বর ডাকবাংলোর জনগুরুত্বপূর্ণ ওই সড়কে দিয়েই বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় যেতে হয়। অথচ দীর্ঘদিনেও পৌরসভা কর্তৃপক্ষ শহরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এ সড়কের নির্মান কাজ করাতে ব্যর্থ হয়েছেন।

তাছাড়াও সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার একই ডিও লেটারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ৪৬,০২,০০০০,৯৭৪,১৪,০৫৯,২০,২৫৬৬ নং স্মারকে নিয়ামতি বাজার লঞ্চঘাট সড়কের জন্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা, কামারখালী উত্তমপুর সড়কের জন্য ৩ কোটি ৫৫ লক্ষ টাকা, ধুলিয়া টু খয়রাবাদ সড়কের জন্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা, বাগদিয়া থানা কাউন্সিল সড়কের জন্য ৫৫ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।

সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়ায় বাকেরগঞ্জ উপজেলার চিত্র পাল্টে গেছে। তিনি বাকেরগঞ্জের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।শুধু পৌরসভার সড়ক নয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পেয়ে যাবে বলে তিনি জানান।

বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, সড়কগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা থেকে এলে তারা নির্মাণ কাজের টেন্ডার আহবান করবেন। যাতে অতি অল্প সময়ে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো নির্মাণ করা যায় সে ব্যাপারে সচেষ্ট রয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Visionstv24

আপলোডকারীর সব সংবাদ