দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
ভোটের অধিকার, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই জন্য অন্তবর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম সংস্কার করা হয়েছিল সংবিধানে। কাজেই বিএনপিকে সংস্কার শেখাবেন কি? বিএনপি তো সংস্কারের ভিতর দিয়েই চলা একটি দল। কারন বিএনপি জনগনের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে জানে। বিএনপি আগামীতে চিন্তা করে দেখেই এই আগামী ভবিষ্যৎ বাংলাদেশে আগামী ভবিষ্যৎ যে নতুন প্রজন্ম, সেই প্রজন্মের ধারাকে মত করতে পারে দেখেই বিএনপি কিন্তু সবসময় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলে।সেই জন্য বিএনপি কত দূরদর্শী চিন্তা করেছে ৩১ দফায়, যে একটা প্রধানমন্ত্রী দুইবার অর্থাৎ দশ বছরের বেশি থাকবেনা।আপনারা এখন চিন্তা করতেছেন? বিএনপি চিন্তা করেছে ২০২২ সালের ডিসেম্বর এবং জুলাইয়ের ২০২৩ এ জনগনের সামনে উপস্থাপন করেছে। আজকে যারা সমালোচনা করেন বিএনপির তাদেরকে বলবো সমালোচনা না করে ঐক্যবদ্ধ হন।
তিনি আরও বলেন, লোটেরার দল ওরা কিন্তু ভেগে গিয়েছে দুই চার দশ জন। কিন্তু ওরা এই দেশেই আপনার আসেপাশেই আছে।কাজেই স্বৈরাচারের দোসরদেরকে বন্ড বা ছিদ্রি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।তাহলে যেটি হবে আজকে যারা জাতীয় নির্বাচনকে দুরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলে তারা কিসের কথা বলেন। আপনারা কি চান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতিশীল হোক।আজকে মানুষ গত চারটি নির্বাচনে ভোট দিতে পারেনাই তাদেরকে অধিকার প্রয়োগ করার জন্য সুযোগ করে দিতে চান না আপনারা কয়েকজন নেতা শুধু কথাই কথাই জনগণ চাই।জনগন চাই তো জনগন অধিকার চায়, জনগন তার ভোটাধিকার চায়।জনগন গণতন্ত্র চায়। সেইজন্য ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটে ৫ই আগস্ট। এবং আবু সাইদ, মুগ্ধরা রক্ত দিয়েছে বা আমাদের চৌধি আলম বা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে শুধুমাত্র আপনার স্থানীয় নির্বাচনের জন্য না।দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। শহিদের এই জুলাই মাসে দাড়িয়ে অহেতুক অনৈক সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি আগামী দিনে পারে বাংলাদেশকে আগামী ভবিষ্যতে দিকে নিয়ে যেতে।
উপরোক্ত কথাগুলি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ রবিবার দুপুরে হাকিমপুরে আসেন এবং উপজেলা হলরুমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় উপজেলায় ১১ হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য