ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রবিবার দুপুরে সরিষাঘাটা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সে ওই গ্রামের নজু মিয়ার ছেলে।দুপুরে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে পাশে থাকা বিদ্যুৎ স্পর্শ স্পৃষ্টে হয় কোনো মতে মেজো ছেলে বেঁচে গেলেও রিহায় পেলো না আনোয়ার হোসেন। বাড়ি অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পারলে তাদের চিৎকার প্রতিবেশীরা দ্রুত স্রোতে এসে আনোয়ার হোসেন কে পার্শ্ববর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার মৃত্যু হয়।বিদ্যুৎ স্পর্শ স্পৃষ্টে আনোয়ার হোসেন বিষয়টি সংবাদিক তার বাবা নজু মিয়া নিশ্চিত করেন, মৃত আনোয়ার বাড়িতে নেমে এসেছে সুখে ছায়া নেমে এসেছে।খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে বেলা দেড়টর দিক মরদেহ উদ্ধার করেন চারপাশ দিয়ে বিদ্যুৎ সংযোগ কারণে মৃত্যু হয়,পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’আশঙ্কাজনক অবস্থায় চমেক আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ তাঁরা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে, ওদের বড় করে তুলতে আমি অনেক কষ্ট করেছি। আমি ওদের ফেরত চাই’, আহাজারি করতে করতে বলেন এই মা। আল্লাহ এই যুবকের জান্নাত বাসী করুন আমীন।
মন্তব্য