মোঃ ইয়াসিন আহমেদ শরিফ (শ্রীমঙ্গল প্রতিনিধি)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউরা চা বাগান হাসপাতাল ফ্রী চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে,
( ২৯ জুন ২৫) রবিবার সকাল ৯ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত, ফ্রি চক্ষু ক্যাম্পিংয়ে মোট ২২০ জন মহিলা পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়,এর মধ্যে ৫১ জন কে ফ্রী চশমা দেওয়া হয়, এবং ৫০ জন কে ফ্রী ছানী অপারেশন এর ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে, জনসাধারণ ফ্রি চক্ষু চিকিৎসা বিনামূল্যে পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আরো বললেন আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অনেক আনন্দিত, আমরা চিকিৎসা পেয়েছি, সার্বিক ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যান সংস্থা। ক্যাম্প-সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার, বলেন ইস্পাহানী চক্ষু হাসপাতালে অভিজ্ঞ চক্ষু সার্জন দ্বারা চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করি, সার্বিক সহযোগিতায়ঃ গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক। উদ্যোক্তা-চা শ্রমিকদের সেবক সংগঠন।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন, মোঃ ছায়েদ আলী, প্রচার সম্পাদক, শাওন দোষাদ, সহ- প্রচার সম্পাদক, শান্ত মৃর্ধা সহ প্রচার সম্পাদক , কার্যকরী সদস্য
মীর মাহিয়া মাহি ,, শেখ ইমন, রায়হান, আব্দুল্লাহ প্রমুখ, এছাড়াও চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা বাবু সন্তোষ লোহার, সভাপতি বিষ্ণু হাজরা রাজু, কোষাধ্যক্ষ বাবু প্রশান্ত ভট্টাচার্য , ত্রান বিষয়ক সম্পাদক শান্ত মৃর্ধা , প্রচার সম্পাদক বাবলু তন্তবায় দিপু, সদস্য বিশ্বজিৎ দোষাদ, অমিত হাজরা, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার বাবু অতুল কুমার পাল, সহ-রিজিওনাল ম্যানেজার বাবু মহাদেব ভূঁইয়া, শ্রীমঙ্গল ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক বাবু সুজিত বিশ্বাস, সহকারী শাখা ব্যবস্থাপক: বাবু লিটন রুদ্র পাল, আরো উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের স্টাফগন।
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতালের ক্যাম্প-সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা
মন্তব্য